আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2251

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 মার্চ 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। নামাজের জন্যে মসজিদের কোন স্থানকে ঠিক করে নেওয়া কি উচিৎ, তিনি শুধু ঐ জাইগা তেই বসেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যদি এমন হয় যে, অন্য কেউ বসলেও তিনি উঠিয়ে দেন কিংবা প্রতিদিন একই যায়গাতে বসাকে তিনি সওয়াবের কারণ মনে করেন তাহলে সমস্যা। অন্যথায় সমস্যা নেই।