আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2229

অর্থনৈতিক

প্রকাশকাল: 7 মার্চ 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। শাইখ আমার জানার বিষয় জামাতে ইমাম সাহেব যখন কন ভুল করেন তখন মুসল্লি কি বলে তাকবির দিবে, সুবহানাল্লাহ নাকি আল্লাহু আকবার। দলিল সহ জানাবেন দয়া করে। ২। ইসলামিক অর্থনীতি সম্পর্কে জানতে চাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার এর এহ ইয়ায়ুস সুনান, রাহে বেলায়াত বই এ এবং মানজুর এলাহি স্যার এর ২/১ টা লেকচার শুনেছি।বিস্তারিত জানতে কি করব। কন কিতাব থাকলে বলবেন দয়া করে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ইমাম সাহেব ভুল করলে মুসল্লিরা সুবহানাল্লাহ বলবে। সহীহ বুখরী, হাদীস নং ১২০৩, সুনানু নাসায়, হাদীস নং১২০৭ । হাদীসটির আরবী পাঠ হলো عن أبي هريرة عن النبي صلى الله عليه و سلم قال : التسبيح للرجال والتصفيق للنساء زاد بن المثنى في الصلاة ২। শয়খ তকী উসমানী হাফিজাহুল্লাহ এর এ সম্পর্কে বেশ কিছু বই বাজারে আছে। সেগুলো পাঠ করতে পারেন।