ওয়া আলাইকুমুস সালাম। উদ্দেশ্য যদি হয় রাসূলুল্লাহ সা.এর কবর জিয়ারত তাহলে সেট উচিত হবে না। রাসূলুল্লাহ সা. কবর জিয়ারতকারী মহিলাদের লানাত করেছেন। সুনানু তিরমিযী, হাদীস নং ১০৫৬। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান বলেছেন। তবে আলেমদের একটি অংশ জায়েজ বলেছেন অন্য হাদীসের ভিত্তিতে। সুনানু তিরমিযী, হাদীস নং ১০৫৪। এই হাদীসটিও সহীহ। তবে কবর জিয়ারত উদ্দেশ্য নয়, মসজিদ দেখা উদ্দেশ্য তাহলে কোন সমস্যা নেই।