আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2222

যিকির দুআ আমল

প্রকাশকাল: 29 ফেব্রু. 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম ১। সকাল সন্ধ্যা ১০ বার আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম পড়লে শয়তান থেকে হেফাজত-এ থাকা যায় এটা কি সহি?
২। নিচের এই আমল কি করা যাবে? এটা কি সহি?
শিশুর জিদ দূর করার আমল দোয়া:
أَفَغَيْرَ دِينِ اللَّهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ
উচ্চারণ: আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়ালাহু আসলামা মান ফিস্ সামাওয়াতি ওয়াল আরদি তাউআউ ওয়া কারহান; ওয়া ইলাইহি ইয়ুরজাঊন। অর্থ: তারা কি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার পরিবর্তে অন্য জীবন ব্যবস্থা তালাশ করছে? নভোমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে স্বেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তার অনুগত হবে। সবাই তার কাছে ফিরে যাবে। -সূরা আল ইমরান: ৮৩
ফজিলত: যে ব্যক্তির সন্তান বা প্রাণী তাকে কষ্ট দেয়, সে যেন তার কানে সূরা আল ইমরানের ৮৩ নং আয়াত পড়ে। -আল মুজামুল আউসাত লিত্ তাবারানি: ৬৪
আমল: সন্তানের অতিরিক্ত জিদ থাকলে, কথা না শোনলে, কথা না মানলে প্রতিদিন ৭ বার সন্তানের কপালের উপরিভাগের চুলে হাত রেখে এ আয়াতখানা পাঠ করে তার চেহারা ও কানে ফুঁ দিলে- জিদ কমে আসে। এ আমল নূন্যতম ২১ দিন লাগাতার করতে হয়। jajakallhu khairan

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। এই ধরণের এক হাদীস আছে তবে সেটা সহীহ নয়, যয়ীফ। বিস্তারিত জানতে দেখুন http://www.alukah.net/sharia/0/94494/। ২।এই হাদীসটিকে শায়খ আলবানী রহ. জাল বলেছেন। দেখুন, সিলসিলাতুয যয়ীফাহ, হাদীস নং ৬৭৬।