আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2212

অর্থনৈতিক

প্রকাশকাল: 19 ফেব্রু. 2012

প্রশ্ন

প্রশ্ন-১/আসসালামু আলা্কিুম বসবাস করার জন্য নতুন ঘর করেছি। ঘরে উঠার আগে মাসনুন কোন আমল আছে কি? ২/ মেহরাব শব্দের অর্থ কি মসজিদে ইমাম দাড়ানোর স্থানকে মেহরাব বলা হয় কেন?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। বিশেষ কোন মাসনুন আমল নেই। আপনি বরকতে জন্য যে কোন দুআ পড়তে পারেন আবার নাও পড়তে পারেন। ২। মেহরাব নয় হাদীসে আছে মিম্বর। মিম্বর শব্দের বাংলা অর্থ বসার জায়গা। যেহেতু সেখানে বসে নবী সা. কথা বার্ত বলতেন, খুতবা দিতেন তাই নাম মিম্বর।