আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2209

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 ফেব্রু. 2012

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম.মিলাদ কি?মিলাদ শব্দের অর্থ কি?মিলাদ কোন ভাষার শব্দ?মিলাদ পড়া বলতে কি বুঝায়? মিলাদ পড়ার নামে পিরের জিবন আলোচনা করে.পরে দরুদ পড়া.এটা কি যায়েজ?কিয়ামে ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এ সকল শব্দ বলা যাবে কিনা? দলিল সহ উত্তর চাই? উত্তর দিলে খুশি হব!

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, আপনি আপনার প্রশ্নের উত্তরগুলো জানতে শায়খ ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর রহ. রচিত এহইয়াউস সুনান বইটি পড়বেন। পৃষ্ঠা নং ৫১৬-৬১৪। প্রায় ৪০ পৃষ্ঠার এই আলোচনায় আপনি আপনার সকল প্রশ্নের উত্তর দলীলসহ পেয়ে যাবেন ইনশাআল্লাহ।