আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2204

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 ফেব্রু. 2012

প্রশ্ন

আসসালামু আলাইলুম আজ সকালে আমার ঘুম থেকে দেরি করে উঠার কারনে যখন আমি ফজরের সুন্নাত শেষ করে ফরজ নামাজ পরা অবস্থায় (প্রথম রাকাতে রুকুর ঠিক আগে ) আমি সুনতে পাই যে মুয়াজ্জিন সাহেব মাইকে ঘোষণা দিচ্ছেন যে নামাজের নিসিদ্ধ সময় সুরু হয়েছে, এখন নামাজ পরা নিসিদ্ধ। আমি ঐ মুহূর্তে ঠিক কি করনীয় তা বুজতে পারসিলাম না। আমি পুরো নামাজ শেষ করি। আমার প্রশ্ন, আমার নামাজ কি আদায় হয়েছে নাকি আমাকে কাজা পরতে হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনাকে কাজা পড়তে হবে। যদি আপনি এক রাকআত সূর্য ওঠার আগে শেষ করতে পারতেন তাহলে কাজা করতে হতো না। রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ أَدْرَكَ رَكْعَةً مِنَ الصُّبْحِ قَبْلَ أَنْ تَطْلُعَ الشَّمْسُ فَقَدْ أَدْرَكَ الصُّبْحَ যে ব্যক্তি সূর্য ওঠার আগে ফজরের এক রাকআত পাবে সে পুরো নামায পেয়েছে বলে গণ্য। সহীহ মুসলিম, হাদীস নং ১৪০৪।