আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2197

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 4 ফেব্রু. 2012

প্রশ্ন

সালাতকে নামাজ বলা কি ঠিক? সালাত শব্দের অর্থ দোয়া আর নামাজ শব্দের অর্থ কি? সালত বলাতে নেকী আছে। নামাজ বলে কি কোন নেকী পাওয়া যাবে? আমি জানি অগ্নি পুজারকগণ আগুনের শিখার সামনে যে পুজা (সেজদা) করত তার নাম ছিল নামাজ যা ফারসি ভাষা।আমি এটা ইতিহাদ থেকে জেনেছি। আমার জানার মধ্যে কোন ভুল আছি কি?

উত্তর

ভাই, আপনি যে ইবাদতের কথা উল্লেখ করেছেন তা আমাদের দেশে নামায নামে পরিচিত। সবাই জানে নামায বলতে আসলে কী বুঝানো হয়। সুতরাং নামায বললে কেন অসুবিধা হবে তা আমাদের বোধগম্য নয়। দ্বিতীয় আপনি লিখেছেন সালাত আসলে আরবী শব্দটা কী সালাত। আরবীতে সোয়াদ এর উচ্চারণ তো স সা নয়। সুতরাং এমন ভুল ধরার পিছনে লেগে থাকলে তো আপনার হাজারো ভুল ধরা যাবে। সুতরাং এই সব অপ্রয়োজনীয় বিষয় বাদ দিন। অনেকে ইংরেজীতে প্রেয়ার বলে সালাত বুঝায় যেখানে প্রেয়ার বলতে সালাত বুঝায় সেখানে প্রেয়ার বললে বিশেষ কোন ক্ষতি আছে বলে মনে হয় না।