সালাতকে নামাজ বলা কি ঠিক? সালাত শব্দের অর্থ দোয়া আর নামাজ শব্দের অর্থ কি? সালত বলাতে নেকী আছে। নামাজ বলে কি কোন নেকী পাওয়া যাবে? আমি জানি অগ্নি পুজারকগণ আগুনের শিখার সামনে যে পুজা (সেজদা) করত তার নাম ছিল নামাজ যা ফারসি ভাষা।আমি এটা ইতিহাদ থেকে জেনেছি। আমার জানার মধ্যে কোন ভুল আছি কি?