আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2187

হাদীস

প্রকাশকাল: 25 জানু. 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম। আযানের পর দরুদ ইব্রাহিম পাঠ করার পর যে দুয়া আছে সেটা কতটুকু পড়তে হবে? ইন্নাকা লা তুখলিফুল মীআদ পর্যন্ত পড়বো নাকি ওয়া আদতাহ পর্যন্ত।

উত্তর

জাবের ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ. অর্থ: যে ব্যক্তি আজান শুনে এই দুআ পড়বে (উল্লেখিত দুআ) কিয়ামতের দিন সে আমার শাফায়াত পাবে। সহীহ বুখারী, হাদীস নং ৬১৪। হাদীসে ইন্নাকা লা তুখলিফুল মীআদ এইটুকু নেই।