আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2184

হাদীস

প্রকাশকাল: 22 জানু. 2012

প্রশ্ন

আসসালামু আলাইকুম ; আমার প্রশ্ন হল : দ্বীনি ইলম শেখার নিয়তে কোথাও গেলে বাড়ি ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদ করার সাওয়াব হয় – হাদিসটির দলিল যদি একটু জানাতেন খুবই উপকৃত হতাম ; কারণ দলিলটা আমার জানা নেই

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। হাদীসটি সুনানু তিরমিযিতে আছে। হাদীস নং 2647 ইমাম তিরমিযী রহ. হাদীসটিকে হাসান গরীব বলেছেন। শায়খ আলবানী রহ. যয়ীফ বলেছেন। সনদসহী হাদীসটি হলো: 2647 – حدثنا نصر بن علي قال حدثنا خالد بن يزيد العتكي عن أبي جعفر الرازي عن الربيع بن أنس عن أنس بن مالك قال : قال رسول الله صلى الله عليه و سلم من خرج في طلب العلم كان في سبيل الله حتى يرجع قال أبو عيسى هذا حديث حسن غريب ورواه بعضهم فلم يرفعه قال الشيخ الألباني : ضعيف