আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2181

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 জানু. 2012

প্রশ্ন

স্যার আমি খারাপ অবস্থায় পরে হতাশ হইতে হইতে এক সময় তাবিজে বিসসাশি হয়ে গেসিলাম এমনকি আমি কুফরি তাবিজ ও করসিলাম।আমার মনে হইসিল আমার আর কিছু করার নাই আর এইটা ছাড়া ।আর নয়তোআমাকে মরে যেতে হবে। যদিও আমি তাবিজ করেও সফল হই নি। । । ।কিন্তু এখন আমি অনুতপ্ত। এই গুনাহ এর কি মাফ আছে?

উত্তর

অবশ্যই মাফ হবে। আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করুন এবং মাফ চান। অবশ্যই আল্লাহ তায়ালা ক্ষমা করবেন।