ওয়া আলাইকুমুস সালাম। ভাই, সুন্নাত না নফল এটাতো প্রশ্ন হতে পারে না। কারণ সুন্নত-নফল তো মূলত একই জিনিস। প্রশ্ন হবে সুন্নাত না নফল। উত্তর হলো সুন্নাত। জাবের ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত হাদীসে রাসূলুল্লাহ সা. বলেছেন, مَنْ قَالَ حِينَ يَسْمَعُ النِّدَاءَ اللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ الْقَائِمَةِ آتِ مُحَمَّدًا الْوَسِيلَةَ وَالْفَضِيلَةَ وَابْعَثْهُ مَقَامًا مَحْمُودًا الَّذِي وَعَدْتَهُ حَلَّتْ لَهُ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ.
অর্থ: যে ব্যক্তি আজান শুনে এই দুআ পড়বে (উল্লেখিত দুআ) কিয়ামতের দিন সে আমার শাফায়াত পাবে। সহীহ বুখারী, হাদীস নং ৬১৪। হাত তোলার কোন শর্ত নেই। হাত তুললেও সমস্যা নেই।