আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 217

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 3 সেপ্টে. 2006

প্রশ্ন

আচ্ছালামুআলায়কুম । আমি দুনিয়া ও আখেরাতের কল্যানের জন্য হিসনুল মুসলিম, ডঃ আবদুল্লাহ জাহাঙ্গীর এর রাহে বেলায়েত এবং ইসলাম হাউজ ডট কম থেকে হযরত মুহাম্মদ (সঃ) শিখানো মাসনূন দোয়া সমূহ প্রতিদিন সকল ফরজ নামাজের পর এবং সকাল সন্ধ্যায় করি । আমার সকল সমস্যায় হাজত নামাজ এবং ইস্তেখারা নামাজের মাধ্যমে এবং মাঝে মাঝে দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পরে দোয়ার মাধ্যমে এবং সিয়ামরত অবস্থায় দোয়া করে দুনিয়ার সমস্যা গুলির সহজ সমাধানের জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি । কিন্তু সমস্যা হচ্ছে আমি দুনিয়ার সমস্যার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়ে যে দোয়াগুলি করছি অধিকাংশ ক্ষেত্রেই তার বিপরীতটি ঘটছে । ডঃ আবদুল্লাহ জাহাঙ্গীর এর নিকট আমার প্রশ্ন হচ্ছে এ অবস্হায় আমার কি করা উচিত? আর এ রকম সমস্যা গুলি কারো সাথে শেয়ার করলে গুনাহ হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ। সমস্যা কারো সাথে শেয়ার করলে গুনাহ হবে না। আর হতাশ না হয়ে দুআ করতে হবে। দুআ কবুলের কোনো প্রতিবন্ধকতা থাকলে তা দূর করতে হবে। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। পাশাপাশি জাগতিক পথে চেষ্টা চালিয়ে যেতে হবে।