আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2160

অর্থনৈতিক

প্রকাশকাল: 29 ডিসে. 2011

প্রশ্ন

একজন মুসলমানের কর্তব্য কি কি?

উত্তর

একজন মুসলিমের জন্য প্রথম কর্তব্য হলো ফরজ বিধানগুলো যথাযথ পালন করা, হারাকে বর্জন করা। এরপর অন্যান্য সুন্নাত ও নফল ইবাদতগুলো বেশী বেশী পালন করা। আর জীবনে সকল ক্ষেত্রে ইসলামী বিধান মেনে চলা।