আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2153

অর্থনৈতিক

প্রকাশকাল: 22 ডিসে. 2011

প্রশ্ন

আসসালামুআলাইকুম, আমার ২ টা প্রশ্ন:
১। কাপড়ে যেসব নাপাকি লাগলে দেখা যায় না যেমন পেশাব, সেই কাপড় বালতি তে পানি নিয়ে যদি পানির ট্যাপ ছেড়ে পানি কে প্রবাহিত করা হয়,তাহলে একবার ধুয়ে চেপে নিলেই কি কাপড় পাক হয়?
২। আমি একজন কে ৩ লক্ষ টাকা দিয়েছি এই শর্তে যে তার প্রতি মাসে এই টাকার লাভ-লোকসান যা হবে তার অর্ধেক আমাকে দিবে বাকি অর্ধেক সে নিবে, এবং আমি যখন-ই আর তার সাথে ব্যবসা করতে চাইবো না ২ মাস আগে জানালে সে আমার মূলধন ফেরত দিবে। এটা কি হালাল? যদি হালাল না হয় তাহলে আমি কিভাবে মূলধন ফেরত নিলে তা হারাম হবে না? দয়া করে জানালে উপকৃত হবো। জাজাকাল্লাহু খাইরান
উম্মে আব্দুল্লাহ

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।শুধু এভাবে একবার ধুলেই পাক হয় এমনটি এক কথায় বলা যাবে না। এখানে মাসআলাটি হলো যতক্ষন পর্যন্ত আপনি নিশ্চিত হবেন যে, কাপড়ে আর নাপাকী নেই ততক্ষন আপনাকে ধুুতে হবে। সংখ্যা বিবেচ্য নয়। সুতরাং একবার ধুয়া দ্বারা যদি নিশ্চিত হন কাপড়ে আর নাপাকী নেই। তাহলে একবারই যথেষ্ট। ২। হ্যাঁ, এটা হালাল।