As-Sunnah Trust

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2152

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 21 ডিসে. 2011

প্রশ্ন

আসসালামুলাইকুম ১ টা মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে । এরপর সে আর বিয়ে বসেনি। এর ৩ মাস বা তারও পরে সেই স্বামীর সাথেই আবার বিয়ে দেয় তার বাপ মা । এই বিয়ে বৈধ হইছে কি?
যদি বৈধ না হয় তাহলে বৈধ করার উপায় কি?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। স্বামীর দেয়া অধিকার বলে যদি স্ত্রী তিন তালাক গ্রহন করে তাহলে ঐ স্বামীর সাথে আর বিয়ে দেয়া যাবে না। কোন উপায়ো নেই।তিন তালাকের কম হলে যাবে। বিস্তারিত জানতে স্থানীয় একজন আলেমের কাছে কাগজ-পত্র নিয়ে যোগাযোগ করুন।