আসসালামু আলাইকুম। দয়া করে আমার একটা প্রশ্নের উওর দিবেন। “আমরা যখন ঈমামের পিছনে ফরজ সালাত আদায় করবো তখন আমাদের কি যোহর এবং আসর সালাতে নিশ্চুপে সূরা ফাতিহা বা তার সাথে অন্য সূরা পাঠ করতে হবে কিনা আর বাকিঁ সালাত যেমন, ফজর, মাগরিব এবং এশা ওয়াক্তের যে দুই বা এক রাকাতে ইমান নিশ্চুপে সূরা ফাতিহা পাঠ করেন তখন কি আমাদের ও কি নিশ্চুপে পাঠ করতে হবে।