আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2140

বিবিধ

প্রকাশকাল: 9 ডিসে. 2011

প্রশ্ন

আস সালামু আলাইকুম। ইদানীং বেশ কিছু বইয়ের আগমণ লক্ষ্য করা যাচ্ছে, যেগুলোতে ইসলামী বিভিন্ন বিষয় যুক্তি দিয়ে ব্যাখ্যা করা হচ্ছে(নাস্তিকদের কাউন্টার করার জন্য)। যেগুলো মুসলিমরাও পড়ছে। যুক্তিবিদ্যা দ্বারা তাকদীর, স্বাধীন ইচ্ছা, আল্লাহ কেন খারাপ কাজের দায়ভার নেন না ইত্যাদি ব্যাখ্যা করা হচ্ছে। আমি যতটুকু জানি যুক্তিবিদ্যা বা ইলমুল কালাম চর্চা করেই মুতাযিলারা বিভ্রান্ত হয়েছে। এরকম যুক্তিবিদ্যার সাহায্যে বই লেখা কেমন চোখে দেখা যায়?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। যুক্তি বিদ্যার সাহায্যে বই লেখাকে আলেমগণ যুগে যুগে অনুমোদন করেছেন, তারা খারাপ চোখে দেখেন নি। কুরআন হাদীসে বুঝতে অনেক সময়ই এর সাহায্য প্রয়োজন হতে পারে। সুতরাং সঠিক কাজে এটা ব্যবহারে কোন সমস্যা নেই।