আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2135

অর্থনৈতিক

প্রকাশকাল: 4 ডিসে. 2011

প্রশ্ন

কেহ যদি আল্লাহর নামে কছম করে বলে যে আমি (যে কোন অজুহাতে) অমুক ব্যক্তির সাথে কথা বলবনা, যদি সে ব্যক্তি মুসলমান হয় তাহলে ৩ (তিন) দিনের বেশি কথা না বলে থাকা গুনাহের কাজ। এখানে যেহেতু কছম করা হয়েছে সে ক্ষেত্ররে কছম ভাঙ্গের জন্য কি কাফারা দিতে হবে কি না?

উত্তর

জ্বী, কসম ভাঙ্গার কারণে তাকে কাফফারা দিতে হব। কাফফারা হলো দশজন মিসকিনকে দুবলো খাবার প্রদান করা। অথবা দশজন মিসকিনকে এক সেট করে কাপড় প্রদান করা।