আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2133

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 2 ডিসে. 2011

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম.মিলাদ কি?মিলাদ শব্দের অর্থ কি?মিলাদ কোন ভাষার শব্দ?মিলাদ পড়া বলতে কি বুঝায়? মিলাদ পড়ার নামে পিরের জিবন আলোচনা করে.পরে দরুদ পড়া.এটা কি যায়েজ?কিয়ামে ইয়া নাবি সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা এ সকল শব্দ বলা যাবে কিনা? দলিল সহ উত্তর চাই? উত্তর দিলে খুশি হব!

উত্তর

ওয়াআলাইকুম সালাম। মিলাদ শব্দের অর্থ,জন্মকালীন সময়। মিলাদ আরবী ভাষার শব্দ। মিলাদ পড়া বলতে নবী স. এর জন্মকাহিনী আলোচনা বুঝায়। দুরুদ পড়া সাওয়াবের কাজ কিন্তু পীরের জীবনী আপনি মিলাদের নামে করতে যাবেন কেন! প্রচলিত মিলাদ বিদআত। সাহাবায়ে কেরাম কখনো নবীকে তাঁর দুনিয়ার জীবনে এবং তাঁর মৃত্যুর পরে কখনো ইয়া নবী সালামু আলাইকা বলে সালাম দেননি। এভাবে সালাম দেওয়া আদবের বিপরীত। বিস্তারিত জানতে আবদুল্লাহ জাহাঙ্গীর রহ. লিখিত এহইয়াউস সুনান কিতাবের শেষ অধ্যায়টি পড়তে পারেন।