আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2131

নামায

প্রকাশকাল: 30 নভে. 2011

প্রশ্ন

আসসালামুলাইকুম যদি কোন গর্ভবতী মহিলার বাচ্চা প্রসবের আগে পানি ভাঙ্গে আর এর একটু পর যদি তা বন্ধ হয় তবে ঐ সময় যদি কোন সলাতের ওয়াক্ত হয়ে আসে বা থাকে তবে কি তাকে সলাত আদায় করতে হবে?
আর যদি সলাত আদায় করতেই হয় তবে তাকে গোসল করে সলাত আদায় করতে হবে নাকি শুধু ওযু করে সলাত আদায় করলেই হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। গর্ভবতী মহিলার বাচ্চা প্রসবের আগে পানি ভাঙ্গে তা পেশাবের হুকুমে। যদি ঝরে থেমে যায় তাহলে ওযু করে নামায আদায় করতে হবে আর যদি অব্যাহতভা্বে পানি ঝরে তবুও তাকে ওযু করে নামায পড়তে হবে।গোসল করতে হবে না, শুধু ওযু করতে হবে। আর যদি এসময় রক্ত বের হয় তাহলে একদল আলেম বলেছেন, ওযু করে নামায পড়তে হবে, আরেকদল বলেছেন, এটা নেফাসের রক্ত সুতরাং নামায পড়তে হবে ন। বিস্তারিত জানতে দেখুন: http://fatwa.islamweb.net/fatwa/index.php?page=showfatwaOption=FatwaIdId=28868 https://islamqa.info/ar/119482