আসসালামুলাইকুম যদি কোন গর্ভবতী মহিলার বাচ্চা প্রসবের আগে পানি ভাঙ্গে আর এর একটু পর যদি তা বন্ধ হয় তবে ঐ সময় যদি কোন সলাতের ওয়াক্ত হয়ে আসে বা থাকে তবে কি তাকে সলাত আদায় করতে হবে?
আর যদি সলাত আদায় করতেই হয় তবে তাকে গোসল করে সলাত আদায় করতে হবে নাকি শুধু ওযু করে সলাত আদায় করলেই হবে?