আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2115

নামায

প্রকাশকাল: 14 নভে. 2011

প্রশ্ন

ভিতিরে নামাজ আমরা কি ভাবে পড়বো? ফরজ নামাজের পর সুন্নত না পড়লে কি গুনাহ হবে? আমি অসুস্থ, বসতে ও কষ্ট হয় । অমি কি শুধু ফরজ নামায পড়বো?

উত্তর

বিতর নামায যেভাবে অন্যান্যরা পড়ে সেভাবে পড়বেন। গুনাহ হবে না, তবে নিয়মিত সুন্নত ছেড়ে দেয়া ভাল নয়। আপনার কষ্ট হলে শুধু ফরজ পড়বেন।