আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2113

অর্থনৈতিক

প্রকাশকাল: 12 নভে. 2011

প্রশ্ন

কোন মুস্ততাহিদ এর ইস্তিহাদ ভুল হলে তিনি ১ তি সউয়াব পাবে। কিন্তু তার উপর আমল কারির আমলের কি হবে জতদিন সে ভুল ইস্তি হাদের উপর আমল করেসে। ২. কন লেখকের লেখা কিতাবের উদরিতি সহ প্রস্ন করা বেয়াদবি কি না। উদ্দেেশ্য কাউকে ছোট করা বা ভুল প্রমা নিত করা বা বিতর্ক করা নই, নিজে সহি জানা ও মানা।

উত্তর

জেনে শুনে ভুলের উপর আমল করলে তার আমল কবুল হবে না, সে গোনাহগার হবে। আর না জেনে থাকলে আশা করা যায় আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। ২। লেখকের নাম না দিয়ে শুধু কথা দিয়ে প্রশ্ন করা যথাযথ পদ্ধতি।