আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2109

বিবাহ-তালাক

প্রকাশকাল: 8 নভে. 2011

প্রশ্ন

হিল্লা বিয়ে বিষয় দলিল সহ জানতে চাই? আতি জরুলি?

উত্তর

হিল্লা বিয়ে নামে সমাজে যা প্রচলিত রায়েছে তা শরীয়তে হারাম। হাদীসে রাসূলুল্লাহ সা. বলছেনে, لَعَنَ اللَّهُ الْمُحَلِّلَ وَالْمُحَلَّلَ لَه র্অথ: হালালকারী এবং যার জন্য হালাল করা হয় তাদরে উপর আল্লাহর লানাত। সুনানু আবু দাউদ, হাদীস নং ২০৭৮। হাদীসটি সহীহ। এ সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রা. বলেন, لعن رسول الله صلى الله عليه و سلم المحل والمحلل له রাসূলুল্লাহ সা. হালালকারী এবং যার জন্য হালাল করা হয় তার উপর লানাত দিয়েছেন। সুনানু তিরমিযী, হাদীস নং ১১২০। ইমাম তিরমিযীসহ অন্যান্য মুহাদ্দিসগণ হাদীসটিকে সহীহ বলেছেন। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন।