আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2107

হালাল হারাম

প্রকাশকাল: 6 নভে. 2011

প্রশ্ন

জনৈক ছেলের পিতার আয়ের একটি অংশ যা সুদের ( বন্ধকি জমি ) । এই অর্থ তিনি যদি সেই বালেগ ছেলের পড়াশোনা ও ভরনপোষনে ব্যবহার করেন তাহলে সেই ছেলের পড়াশোনা কী অবৈধ হবে? এবং সেই ছেলের ইবাদাত কী কবুল হবে? এক্ষেত্রে ছেলের করনীয় কী?

উত্তর

ছেলের করণীয় হলো এই বিষয়টি পিতাকে কৌশলের সাথে বুঝানো। ছেলে যদি উপার্জন না করে তাহলে বাধ্য হয়ে পিতার সাথেই থাকতে হবে। তার ইবাদত কবুল হবে আশা করা যায়। পড়াশোনাও অবৈধ হবে না।