আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2100

অর্থনৈতিক

প্রকাশকাল: 30 অক্টো. 2011

প্রশ্ন

আচ্ছালামু আলাইকুম ওৱা রাহমাতুল্লাহি ওৱা বারাক্বাতুহু-
আমি আস-সুন্নাহকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের ওৱেভচাইটটি পেয়ে আমার অন্তরটা এত আনন্দিত যে, ভাষায় প্রকাশ করা সম্ভৱ নয়। কারণ আল্লাহর দেওৱা পবিত্র ক্বোরাণ বোজার জন্য আমি এইমাত্র একমাস আগে পর্যন্ত কোনো রাস্তা খোজে পাইনি। ১৯৮৮ চন থেকে অৱশ্যে মুহিউদ্দিন খান হুজুরের তফসিরে মা-আরেফুল ক্বোরাণ পঢ়ে আসছি। সেটা পঢ়ে অজানা বহুত কথা জানতে পেরেছি, কিন্তু এমন কিছু কথা আছে যেগুলো আমি বুজে উঠতে পারছিলামনা, এমন কোনো বিজ্ঞ আলিমও কাছে পাইনি যে তার কাছ থেকে জেনে নিতে পারি। বহুত বড় বড় বিজ্ঞ আলিম আছে, কিন্তু ব্যস্ততার দরুণ আমাকে বুজিয়ে দেওৱার জন্য তাদের সময়ের অভাৱ। কোনো সময় উত্তর পেয়েছি আর অনেক সময় তাদের কাছে গিয়েছি কিন্তু তাদেরকে ব্যস্ততার মধ্যে দেখে বিফল মনোরথ হয়ে শূন্য হৃদয়ে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়েছি, প্রশ্ন করতে সাহস পায়নি। কিজানিবা কষ্ট পায়। কোনো সময় সুযোগ পেয়ে যখন দেখছি কিছু উনি স্বস্তিরে আছেন তখন সুযোগ বুজে প্র্রশ্ন করেছি তখন সুন্দরভাৱে বুজিয়ে দিয়েছে। এখন আমার একটা অণুভূতি প্রকাশ করছি। আমার এ অণুভূতিটা সঠিক না বেঠিক আপনাদের কাছে তার মন্তব্য জানতে চাচ্ছি। আমার অণুভূতি, মহান আল্লাহু তাআলার সর্বশেষ সৃষ্টি মানুষ। আমার অণুভূতিটা ব্যখ্যা করতে অনেক লম্বা হয়ে যাবে। সঠিক বা বেঠিক সুদু একটি শব্দ দ্বারা উত্তর দিলেই চলবে। আপনাদের ওৱেভছাইটে অনেক বই আছে সেগুলো পঢ়লে অনেক জ্ঞান লাভ করা যায়। আপনাদের সঙ্গে যুগাযোগ থাকলে আমি অনেক উপকৃত হতে পারব। আমি জ্ঞান অর্জনের একটা ভাণ্ডার পেয়ে গেছি আল্লাহর মর্জিতে ইনশ্বাল্লাহ। ভাণ্ডারটা একমাত্র পবিত্র কোরাণ আর এটা ব্যখ্যা করে বুজার জন্যে আস সুন্নাহ। আমি এ পর্য্যন্ত যতটুকু উপকৃত হয়েছি তা হল, আমি তিনটি প্রশ্ন করেছি তার সন্তুষ্টি অণুসারে উত্তর পেয়েছি, মরহুম খন্দকার(র:) ছারের লিখিত দুটি কিতাপ ডাউনলোড করেছি। আর একটা উপকার হল কিভাৱে প্রশ্নোত্তর পর্ব থেকে একটা প্রশ্নের উত্তর বের করা যায়। ইতি- আল্লাহর এক নালায়েক বান্দা, মো: আব্দুল লতিফ, গাঁও-উদমারি, নগাঁও আসাম ভারত, তারিখ-২২/১১/২০১৭

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আপনি উপকৃত হয়েছেন জেনে আমরা আল্লহ তায়ালার শুকরি আদায় করছি। দুআ করবেন যেন এই ভাল কাজটুকু চালিয়ে যেতে পারি।