আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2097

বিবিধ

প্রকাশকাল: 27 অক্টো. 2011

প্রশ্ন

আস্সালামুআলাইকুম। রাসূল (সা) কে স্বপ্নে দেখার বিষয়ে কি কোনো হাদিস আছে? অনেক আলেমের মুখে শুনেছি। বর্তমান জামানায় কেউ তো রাসূল (স) কে দেখেনি। তবে স্বপ্নের মধ্যে দেখলে ওই ব্যক্তি কিভাবে নিশ্চিত হবে যে উনিই রাসূল (স)। আরেকটি কথা তা হলো আমরা শুনেছি শয়তান রাসূল (স) ছাড়া আর সকলের রূপ ধারণ করতে পারে। অত:য়েব যেই সপ্নে মনে করবে রাসূল (স) দেখেছে সত্যিই তিনি রাসূল (স)। আমি ওয়াজের মধ্যে শুনেছি রাসূল (স) স্বপ্ন যোগে কোনো আলেম কে বললেন হানাফী মাহ্জাব শরীয়াতের সবচেয়ে কাছাকাছি মাহ্জাব। আমি আরো শুনেছি ভারতে যখন দেহবন্দ মাদ্রাসা নির্মাণ করা হয় তখন দেহবন্দের ওই আলেমকে রাসূল (স) স্বপ্ন যোগে এসে জমিনে দাগ কেটে দেন। এই ওয়াজ তা শুনেছি ওলিপুরী হুজুরের মুখে থেকে এই বিষয়ে যদি কিছু বলতেন।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। অনেকগুলো সহীহ হাদীসে এই কথা বণিত আছে যে, রাসূলুল্লাহ সা. কে স্বপ্নে দেখা সম্ভব। তার ভিতর একটি হলো, আবু হুরায়রা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সা. কে এ কথা বলতে শুনেছি যে, مَنْ رَآنِي فِي الْمَنَامِ فَسَيَرَانِي فِي الْيَقَظَةِ ، وَلاَ يَتَمَثَّلُ الشَّيْطَانُ بِي. যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন জাগ্রত অবস্থাতেই আমাকে দেখলো। আর শয়তান আমার সাদৃশ্য অবলম্বন করতে পারে না। সহীহ বুখারী হাদীস নং ৬৯৯৩। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত অন্য হাদীসে রাসূলুল্লাহ সা. বলেন,من رآني في المنام فقد رآني فإن الشيطان لا يتمثل بي যে ব্যক্তি স্বপ্নে অমাকে দেখলে সে প্রকৃতই আমাকে দেখলো, কারণ শয়তান আমার সাদৃশ্য অবলম্বন করতে পারে না।সুনানু তিরমিযী, হাদীস নং ২২৭৬। হাদীসটিকে মুহাদ্দিসগণ সহীহ বলেছেন। তবে দেখলেই তো নিশ্চিত হওয়া যাবে না, তিনি রাসূল কিনা? তাই এক্ষেত্রে দেখতে হবে হাদীসে রাসূলুল্লাহ সা. এর চেহারা ও আকৃতি যেভাব বর্ণিত আছে সে আকৃতিতে দেখছে কি না? যদি দেখে তাহলে রাসূলুল্লাহ সা. কে দেখেছে বলেই মনে করা হবে। আরেকটি বিষয় হলো স্বপ্ন কোন দলীল নয়। তাই কোন মাজহাব শরীয়তের নিকটবর্তী তা স্বপ্ন দেখলে চলবে না। কুরআন-হাদীস দিয়ে দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।