আস্সালামুআলাইকুম। রাসূল (সা) কে স্বপ্নে দেখার বিষয়ে কি কোনো হাদিস আছে? অনেক আলেমের মুখে শুনেছি। বর্তমান জামানায় কেউ তো রাসূল (স) কে দেখেনি। তবে স্বপ্নের মধ্যে দেখলে ওই ব্যক্তি কিভাবে নিশ্চিত হবে যে উনিই রাসূল (স)। আরেকটি কথা তা হলো আমরা শুনেছি শয়তান রাসূল (স) ছাড়া আর সকলের রূপ ধারণ করতে পারে। অত:য়েব যেই সপ্নে মনে করবে রাসূল (স) দেখেছে সত্যিই তিনি রাসূল (স)। আমি ওয়াজের মধ্যে শুনেছি রাসূল (স) স্বপ্ন যোগে কোনো আলেম কে বললেন হানাফী মাহ্জাব শরীয়াতের সবচেয়ে কাছাকাছি মাহ্জাব। আমি আরো শুনেছি ভারতে যখন দেহবন্দ মাদ্রাসা নির্মাণ করা হয় তখন দেহবন্দের ওই আলেমকে রাসূল (স) স্বপ্ন যোগে এসে জমিনে দাগ কেটে দেন। এই ওয়াজ তা শুনেছি ওলিপুরী হুজুরের মুখে থেকে এই বিষয়ে যদি কিছু বলতেন।