আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2095

নামায

প্রকাশকাল: 25 অক্টো. 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম। ভাই মাগরিব এর নামায এর সময়ব্যাপ্তি কত টুকু একটু বিস্তারিত জানালে উপকৃত হইতাম, কারন আমি যখন ডিউটির জন্য গাড়ীতে উঠি তখন তখন আসরের ওয়াক্ত থাকে এবং গাড়ী থেকে নামার সময় দেখি এশার আজানের ২০/১৫ মিনিট বাকী থাকে এ অবস্থায় কি করব, গাড়ীতে অনেক সময় নামাজের অবস্থা থাকে না এজন্য কি করতে পারি আর গাড়ী থেকে নেমে নামাজ পড়লে কি নামাজ কাযা হবে কিনা?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এশার ওয়াক্ত শুরু হওয়ার পূর্ব পর্যন্ত মাগরিবের সময় থাকে। আপনি এই সময়ের মধ্যে মাগরিব পড়তে পারবেন।