আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2092

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 22 অক্টো. 2011

প্রশ্ন

মআসসালামু আলাইকুম, আল্লাহ তায়ালা বলেন, ক্ষমতা লাভ করলে সম্ভবত তোমরা পৃথিবীতে অনর্থ সৃষ্টি করবে এবং আত্মীতার বন্ধন ছিন্ন করবে। এদের প্রতি আল্লাহ তায়ালা অভিসম্পাত করেন, অতঃপর তাদের বধির ও দৃষ্টি শক্তিহীন করেন। [সুরা মুহাম্মদ : ২২-২৩] হজরত যুবাইর বিন মুতইম রা. থেকে বর্ণিত এক হাদিসে হজরত রাসূলুল্লাহ সা. বলেন, আত্মীতার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। [বুখারি ও মুসলিম]। আমি ছোটো বেলা থেকেই দেখেছি আমার পরিবার (মা, বাবা, ভাই, বোন) বিভিন্ন সময়ে রক্ত সম্পকে্ আত্মীয় দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েসে । তারা জাদু, বান, কুফরী মত জঘন্য কাজ করে আমাদেরকে ৪ থেকে ৫ বার ক্ষতি করেছে । প্রতিবারই কেউ না কেউ মারাত্নক ভাবে অসুস্থ হয়ে পরেছে এবং এর জন্য বিভিন্ন আলেম থেকে চিকিৎসা নেওয়া হয়েছে, তাদের মাধ্যমে জানা গেছে এর জন্য রক্ত সম্পকে্ আত্মীয় ( কাকা, ফুপু, দাদী) দায়ী। বর্তমান সমায়ে জমি ভাগ চাওয়ায় ( দাদা, দাদী মারা গেছেন প্রায় ১০ বছর) নতুন করে জাদু/বান করেছে। এই অবস্থায় আমাদের করনীয় কি

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। বন্ধ ছিন্ন করলে কি আপনাদের সমস্যার সমাধান হবে? হবে না, বরং আরো বাড়বে। তাই ছিন্ন করে নয়, সম্পর্কের আরো উন্নতি হলেই বরং আপনাদের সমস্যা সমাধান হবে। তাই কৌশলের সাথে চলবেন, প্রয়োজনীও বন্ধন রেখেই তার অনিষ্ঠতা থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন।