আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2086

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 অক্টো. 2011

প্রশ্ন

জমি বন্দুক রাখার বিষয়ে ব্যাখ্যা করে বলে আমার জন্য ভাল হয়?

উত্তর

আমাদের দেশে যেভাবে জমি বন্ধক রাখা হয় সেটা জায়েজ নয়। সুদের অন্তর্ভূক্ত। অর্থাৎ টাকা দিয়ে জমি বন্ধক নিয়ে তাতে ফষল উৎপাদন করে সমস্ত ফসল বন্ধক গ্রহীতা নিয়ে কয়েক বছর পর যখন জমি ফিরিয়ে দিয়ে পূর্ণ টাকা নেয়া শরীয়তের দৃষ্টিতে হারাম। কারণ এখানে যে ফসলগুলো তিনি নিচ্ছেন তার কোন বিনিময় নেয়। যদি ফসল নেয়া বাবদ একটি যৌক্তিক পরিমাণ টাকা প্রতি বছর কাটা যায় তাহলে জায়েজ হবে। প্রয়োজনে 017347147299