আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2082

নামায

প্রকাশকাল: 12 অক্টো. 2011

প্রশ্ন

সালাম নিবেন,যদি কোন মুসলিম তার অতীতে নামাজ মানে পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে থাকে, (শুধু জুমা কিনবা ঈদের রোজা থেকে নামাজ ছাড়া) আবার সে কয়েক বছর রোজায় করেনি, এখন সে বুঝতে পেরেছে যে তার অতীতে সে অনেক বছর (৪-৫ বছর তার বেশি হতে পারে মানে পাঁচ ওয়াক্ত কথা বলছি)। সে কিন্তু জুমার নামাজ আদায় করে, বাট এখন সে পাঁচ ওয়াক নামাজ আদায় করে ও করতে চায়, ইনশাআল্লাহ, আমার প্রশ্ন হচ্ছে আগের যে নামাজ গুলো সে পড়েনি পাঁচ ওয়াক্ত ও রোজা রাখেনি সেগুলোর জন্যে কি করবে, তার তো অনেক গুনাহ হয়েছে, তওবা করবে কি ভাবে। আর এই বছর গুলোর নামাজ ও রোজা এর হিসাব আমি কিভাবে জবাব দিব আল্লাহ কাছে।

উত্তর

ভাই, নিরাশ হওয়ার কোন কারণ নেই। আপনি এখন থেকে নিয়মিত নামায পড়বেন। অতীতে নামায ছেড়ে দেওয়ান জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ তায়ালা অবশ্যই ক্ষমা করে দিবেন। আর কাজা নামাযগুলোর শুধু ফরজটা একটু একটু করে আদায় করবেন। প্রয়োজনে 01734717299