ভাই আসসালামুয়ালাইকুম। আমার কাছে ৫২.৫০ তোলা রুপার সমপরিমাণ বা তার চেয়ে একটু বেশী অর্থ এক বছর ধরে জমানো আছে যদিও আমি ওখান থেকে মাঝখানে খরছ করলেও নিসাবের নিচে নামেনি। আমি এই মাসে আমার বেতন পাওয়ার পর নতুন করে কিছু টাকা আমার কাছে আসে। আমি গত বছর নভেম্বর মাসে প্রথম যাকাত আদায় করি। আমার প্রশ্ন হল পূর্ণ এক বছর হওার কারনে আমি কি যে টাকা জমানো ছিল শুধু অই টাকার ২.৫০% যাকাত হিসাব করব নাকি যেহেতু বেতন পাওয়ার পর পূর্ণ এক বছরের তারিখটা হয়েছে তাই আমাকে জমানো টাকার সাথে বেতন টা যোগ করে যাকাত হিসেব করতে হবে?
আল্লাহ আপনাদের ভাল কাজগুলোর উত্তম প্রতিদান দান করুক। আমীন।