আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2071

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 অক্টো. 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুমআমার প্রশ্ন আমার নাম হুছাইন বাসা কুষ্টিয়া মেহেরপুর এখানে কিছু তরিকার মানুষ আছে যারা তাদের তরিকার কোন ব্যক্তি মারা গেলে কাগজে কি যেন লিখে কাপনের ভিতর দেয় আর বলে ওই কাগজ নাকি তাদেরকে জান্নাত নিয়ে যাবে। মানুষের মৃত্যুর পরে কাপনের ভিতর কোন কিছু দেওয়া কি ইসলামের দৃষ্টি জায়েজ আছে?
আসা করি প্রশ্নটা নিয়ে একটি ভিডিও করে আপলোড করবে।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এগুলো ভয়ংকর বিদআত। এর থেকে বেঁচে থাকতে হবে।