আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2070

হাদীস

প্রকাশকাল: 30 সেপ্টে. 2011

প্রশ্ন

আসসাল্মু আলাইকুম, জনাব আপনাদের ৫২২ নং প্রশ্নের উত্তরে
হযরত আয়েশা রা. বলেন, مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صلى الله عليه وسلم رَأَى رَبَّهُ فَقَدْ كَذَبَ وَهْوَ يَقُولُ {لاَ تُدْرِكُهُ الأَبْصَارُ}
অর্থ: যে বলবে যে, মুহাম্মাদ সা. তার রবকে দেখেছে সে মিথ্যা বলবে। কেননা আল্লাহ তায়ালা বলেছেন, চোখসমূহ তাকে দেখতে পাবে না। যেই হাদিস টির নং উল্লেখ করেছেন সহীহ বুখারী, হাদীস নং ৭৩৮০। এটা কোন প্রকাশনীর? আমি যাচাই করতে পারছি না। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। এটা মাকতাবাতুশ শামেলার ফাতহুল বারীর নাম্বার অনুযায়ী। যে কোন প্রকাশনীর ফাতহুল বারীতে মিলাতে পারবেন। কিতাবুত তাওহীদের এর ৪নং বাব। আশা করি পেয়ে যাবেন।