আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2067

অর্থনৈতিক

প্রকাশকাল: 27 সেপ্টে. 2011

প্রশ্ন

প্রশ্ন- স্ত্রীকে এক তালাক দিলে প্রথম তৌহুরের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ করা লাগে না, জানার বিষয় হল স্ত্রী ঔষধ সেবনের মাধ্যমে তৌহুরের মেয়াদ বাড়াতে পার বে কিনা?যদডি বাড়ায় তবে তার হুকুম কি?

উত্তর

ওষুধ সেবন কর তহুরের মেয়াদ বাড়ালে কোন সমস্যা নেই। এই সময়ে ভিতর ফিরিয়ে নিলে বিবাহ করা লাগবে ন। তবে তালাকটি হতে হবে ফিরিয়ে নেয়া যায় এমন তালাক।