আমাদের সমাজে যেসব এনজিও বা বীমা কোমপানীগুলো ছড়িয়ে রয়েছে তাদের কাছ থেকে টাকা ঊঠানো বা সনঞচয়ী হিসাবে টাকা জমা রাখা এবং তাদের নীতি অনুসারে যেকোন আরথিক লেনদেন কি ইসলামি শরিয়ত কি অনুমোদন দেয়? জানালে খুবই উপকার হয়।
উত্তর
সুদ ভিত্তিক কোন প্রতিষ্ঠানের সাথে যে কোন ধরনের আর্থিক লেনদেন হারাম। সুতরাং সুদ ভিত্তিক কোন এনজিও বা বীমা কোম্পানীর সাথে আপনি উক্ত আর্থিক লেনদেন করতে পারবেন না।