আপনার উপর আল্লাহর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার বয়স 21। আমি একটি কম্পিউটার এর দোকানে কাজ করি। ইসলামের বিধিবিধান মেনে চলার অপ্রান চেষ্টা করি। এখন পর্যন্ত আমি আমার বাবা মায়ের মধ্যেই খাওয়া দাওয়া করি। কিন্তু আমার পিতা মাতা কোন এক মাধ্যমে হারাম উপার্জন করে ( এনজিওর মাধ্যমে সুদে টাকা নেয়) কিন্তু কথা হলো এতে কি আমার ইবাদত কবুল না হওয়ার কোন কারণ আছে? আমি অনেক বুঝিয়েছি কাজ হয়নি । এমনকি তারা নামাজও আদায় করে না। যার কারণে আমি খুব পেরেশানিতে আছি। এই মুহুর্তে আমার কি করণীয় আছে একটু জানাবেন।