আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2055

অর্থনৈতিক

প্রকাশকাল: 15 সেপ্টে. 2011

প্রশ্ন

হুজুর আস্ সালামুআলাইকুম, আমার প্রশ্ন হচ্ছেঃ- (1) সাদকা কি? কিভাবে আমরা সদকা আদায় করবো? কি কি জিনিস দিয়ে সাদকা আদায় করা যায়? এবং বর্তমানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে সর্বনিম্ন কত টাকা দান করলে তা সাদকা এর ভিতর পড়ে? আমার আম্মা বেশ কিছুদিন হলো ইন্তেকাল করেছে আমি তার জন্য কিছু সাদকা করতে চাই যেন আমার আম্মা তার কবরে এই সাদকার পূর্ণাঙ্গ সওয়াব টুকু পায়। বিস্তারিত জানালে বড়ই উপকৃত হতাশ। ধন্যবাদ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহর সন্তুষ্টির জন্য কৃত দানকে সদকা বলা হয়। এর সর্বনিম্ন বা সর্বোচ্চ কোন পরিমাণ নেই। আপনি যাই দান করেন তা সদকা হিসেবে গণ্য। আপনি চেষ্টা করবেন আপনার মায়ের জন্য বেশী পরিমানে দান করা। সদকা আপনি গরীব মানুষকে দিতে পারেন। এছাড়া বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ব জনকল্যানমূলক কাজে দান-সদকা করতে পারেন।সদকা শব্দটিকে কখনো কখনো যাকাত অর্থে ব্যবহৃত হয়। সেক্ষেত্রে যাকাতের হুকুম প্রযোয্য।