আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2041

অর্থনৈতিক

প্রকাশকাল: 1 সেপ্টে. 2011

প্রশ্ন

আচ্ছলামু আলাইকুম ওৱা রহমাতুল্লাহি ওৱ বারাক্বাতুহু আস সুন্নাহ ট্রাস্টকে অনেক অনেক ধন্যবাদ। Dr. Khandaker Abdullah Jahangir Sir কে আমি আমার অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। Sir আমি ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে ইচ্ছা হয়, তাই একটা প্রশ্ন করছি একটি ইসলামিক পত্রিকায় পেয়েছি আল্লহ তাআলা কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেননা যতক্ষণ না নিজেতদের অবস্থা পরিবর্তন না করেন। আল্লা্হর এই কথাটা পবিত্র আলক্বোরাণের কোথায় আছে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। সূরা রাদ এর ১১ নং আয়াতে আল্লাহ তায়ালা বলেন, إِنَّ اللَّهَ لاَ يُغَيِّرُ مَا بِقَوْمٍ حَتَّى يُغَيِّرُواْ مَا بِأَنْفُسِهِمْ আল্লহ তাআলা কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেতদের অবস্থা পরিবর্তন না করেন । আশা করি আপনার উত্তর পেয়েছেন। আরেকটা কথা বলি আপনি মনে হয় জানেন স্যা রা. গত বছর মারা গিয়েছেন।