আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2030

অর্থনৈতিক

প্রকাশকাল: 21 আগস্ট 2011

প্রশ্ন

ভাই আসছালামু আলাইকুম। আমার একটা বিষয় যানার ছিল, সহি বুখারি শরীফ যে বাংলা তর্জমা করা নেটে PDF ফাইল করা আছে, এটা কি আরবি তে যে বোখারি শরীফের আছে সেটার সাথে হাদিস নং গুলি কি ছিরিয়াল হুবাহুব এক আছে কিনা,
যেমন হুজররা যে বলে বোখারি শরীফের এত নং হাদিসয়ে এটা বর্ণনা আছে। এখন যদি নিজেই একটু পরে দেখতে পারতাম তাহলে অনেক ভাল হয় না । ভাই একটু দয়া করে যদি জানাতেন অনেক উপকার হত।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ভাই, ইমাম বুখারী রহ. হাদীসের কোন নাম্বার দিয়ে যান নি। পরবর্তীতে অন্যরা নাম্বার দিয়েছেন। তাই, আরবী হাদীসের নাম্বারও একেক প্রকাশনীর একেক রকম। তবে ফাতহুল বারীতে দেয়া নাম্বার সবচেয়ে বেশী ব্যবহৃ বলে মনে হয়। যেখানে আরবীতে ঠিক নেই সেখানে আরবীর সাথে বাংলা মিলে যাওয়া খুবই কষ্টকর। তবে যে আরবী দেখে বাংলা করা হয়েছে কোন আলেম যদি সেই আরবীর রেফারেন্সে বলেন তাহলে মিলে যাবে। এটা খুব কমই ঘটে।