আস-সালামু আলাইকুম, আমার প্রশ্ন হচ্ছে, শুনেছি কবুতর পোষা নাকি ঠিক না? কারণ কবুতর অনেক সময়ই অন্যের ক্ষেতের ফসল বা বীজ খেয়ে ফেলে। যদি কবুতরকে নির্দিষ্ট সময়ে(ক্ষেতে বীজ বপণের সময়) বাড়িতেই খাবার দিয়ে যথা সম্ভব অন্যের শষ্য ক্ষেতে যাওয়া রোধ করার চেষ্টা করা হয়, তাহলে কি কবুতর পোষা যাবে? আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন, আমীন।