আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2025

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 16 আগস্ট 2011

প্রশ্ন

আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ১। আমার ছেলে কে কুরআন-এ হাফেজ এবং আলেম বানাতে চাই ইন-শা-আল্লাহ । ঢাকায় (উত্তরা) কোন প্রতিষ্ঠান-এ দিলে ভালো হয় এবং কত বছর বয়সে দেওয়া ভালো পরামর্শ চাই। স্যার এর এই https://www.youtube.com/watch?v=g883DJiVgbcfeature=youtu.be
বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়ে আপনাদের কাছে পরামর্শ চাইছি,স্যার বলছিলেন প্রয়োজনে আপনাদের সাথে যোগাযোগ করার কথা। আমার খুব ভালো লেগেছে আসলে আমরা অনেক কিছুই করতে চাই কিন্তু প্রপার জ্ঞান না থাকার জন্যে অথবা ভালো গাইড লাইন না পেয়ে অনেক সময় তা আমাদের জন্যে কঠিন হয়ে যায় অথবা করা হয় না। আশা করছি ইন-শা-আল্লাহ আপনাদের থেকে গাইড লাইন পাবো। ২। দান/সাদকার উদ্দেশে রাখা টাকা অথবা অন্য ব্যবহার্য জিনিসপত্র (হতে পারে সেটা পরে দিবো এই নিয়তে রাখা অথবা কারো মাধ্যমে পাঠানো হয়েছিল সে পৌঁছায়ে দিতে পারে নাই ফেরত দিয়েছে ) সেগুলা কি প্রয়োজনে পুনরায় ব্যবহার করা যাবে? জাজাকাল্লাহু

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ ১। হিফজ রিফিশনের পরে আপনি খোঁজ খবর নিয়ে একটি ভাল মাদ্রাসায় ভর্তি করে দিবেন। উত্তরায় কোন মাদ্রাসা ভাল সেটা আমাদরে ঠিক জানা নেই। ২। ব্যবহার করা যাবে না, এমন নয় তবে সেগুলো অন্যত্র দান করে দেয়া উত্তম।