আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2020

অর্থনৈতিক

প্রকাশকাল: 11 আগস্ট 2011

প্রশ্ন

প্রশ্ন: আমাদের দেশে সালাতের বিভিন্ন স্থানে রাফউল ইয়াদাইন নিয়ে পক্ষে/ বিপক্ষে ঝগড়া হয় কিন্তু সিজদাকালীন সময়ও রাফউল ইয়াদাইন করতে হয় মর্মে অনেক সহিহ হাদিসে পাওয়া যায় সে বিষয়ে জানাবেন। এ হাদিসগুলি কি মানসুক হয়ে গিয়েছে? আমি শাইখ আকতারুল আমান মাদানী এর আলোচনা ইউটিউবে শুনেছি তিনি বলেছেন তিনি আরবে কিছু লোকদের এরুপ করতে দেখেছেন। এ হাদিস মানসুক হয়নি। আমাকে এক আহলে হাদিস আলেম বলেছেন এ হাদিস মানসুক/রহিত হয়ে গেছে। সঠিক বিষয়টি জানালে উপকৃত হব। নিম্নে সিজদাকালীন রাফউল ইয়াদাইন বিষয়ক কিছু হাদিস দেওয়া হলো:
১১৪৬। মুহাম্মাদ ইবনু মুছান্না (রহঃ) … মালিক ইবনু হুয়ায়রিছ (রাঃ) থেকে বর্ণিত যে, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে প্রবেশ করতেন তখন তার হাতদ্বয় উঠাতেন। আর যখন রুকু করতেন ঐরূপ করতেন, আর যখন রুকু থেকে মাথা উঠাতেন তখনও ঐরূপ করতেন। আর যখন সিজদা থেকে তাঁর মাথা উঠাতেন তখনও ঐরূপ করতেন। অর্থাৎ তাঁর হাতদ্বয় উঠাতেন। সূনান নাসাঈ (ই:ফা), হাদিসের মানঃ সহিহ সূত্র: বাংলা হাদিস Apps মুসা ইবনু আব্দুল্লাহ ইবনু মুসা বাসরী (রহঃ) … নযর ইবনু কাসীর আবূ সাহল আযদী (রহঃ) থেকে বর্ণিত তিনি বলেন আব্দুল্লাহ ইবনু তাঊস (রহঃ) মিনার মসজিদে খায়ফে আমার পাশে সালাত আদায় করলেন। যখন তিনি প্রথম সিজদা করতেন এবং সিজদা থেকে মাথা উঠাতেন তখন তিনি তাঁর চেহারা বরাবর তাঁর উভয় হাত উঠাতেন। তা আমার না-পছন্দ হওয়ায় আমি উহায়ব ইবনু খালিদকে বললাম এ ব্যক্তি এমন কিছু করছে যা আমি কাউকে করতে দেখিনি উহায়ব তাঁকে বললেন আপনি এমন কিছু করছেন যা আমরা কাউকে করতে দেখিনি তখন আব্দুল্লাহ ইবনু তাঊস বললেন আমি আমার পিতাকে তা করতে দেখেছি আর আমার পিতা বলেছেন। আমি আব্দুল্লাহ ইবনু আব্বাসকে এরূপ করতে দেখেছি। আর আব্দুল্লাহ ইবনু আব্বাস বলেছেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এরূপ করতে দেখেছি। সূনান নাসাঈ (ই:ফা), আবু দাউদ হাঃ ৭২৫, সহিহ, [সূত্র: বাংলা হাদিস Apps ]

উত্তর

মানসুখ হয়েছে বলে আমাদের জানা নেই। তবে এটা করে ঝগড়াতে নতুন মাত্রা যোগ করা যাবে বলে মনে হয়, সুন্নাত পালন হবে বলে মনে হয় না।