আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 202

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 19 আগস্ট 2006

প্রশ্ন

আস-সালামূ আলাইকুম, মাননীয় মহতারামের কাছে আমি একটি সমস্যার সমাধানের জন্য পরামর্শ চাছিছ,আমার সমস্যাটা হচেছ আমি আগে ঠিক মত নামাজ রোজা এবং ইসলামী নিয়ম নীতি ঠিক মত মানতাম না,এখন আল্লাহতালার রহমতে নামাজ রোজা এবং ইসলামী সকল নিয়মনীতি মেনেচলার চেষ্টা করতেছি,এখন আমার ইসএী এইসব পছনদ না আমার মুখে দাড়ি তার পছনদ না, এখন সে আমার কাছে তালাক পয্নতো চায়,আমার দুইটি ছেলে মেয়ে আছে,আর আমি থাকি সোদিতে। কি করিবো আমার মাথায় কোন কাজ করিতেছে না,আমাকে কোরআন এবং হাদীছ এর আলোকে একটা পরামশ্ দিলে খুব উপকৃত হবো। জেজাকআললাহ খায়ের।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। দাঁড়ি কাটা হারাম। কোন অবস্থাতেই দাঁড়ি কাটা জায়েজ নয়। আপনি আপনার স্ত্রীকে ইসলামের হুকুম আহকাম বুঝাতে থাকুন। প্রয়োজনে এমনও বলতে পারেন যে, দাঁড়ি কাটতে পারি তবে আমি অন্য মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখব। মোটকথা, আপনি কৌশলে বুঝাতে থাকুন। কোন অবস্থাতেই স্ত্রীর কথা শুনে দাঁড়ি কাটা উচিৎ হবে না।