আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2018

অর্থনৈতিক

প্রকাশকাল: 9 আগস্ট 2011

প্রশ্ন

প্রশ্ন-আসসালামু আলাইকুম। লাশ দাফনের পর কবরে মাটি দেওয়ার সময় একটি দুআ পড়া হয় মিনহা খলাকনাকুম অ ফিহা নুয়িদুকুম অ মিনহা নুখরিজুকুম তারতানউখরা। এটাকি মাসনুন দুআ?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।এই বিষয়ে ইমাম নববী রহ.বলেন, কাজী হুসাইন এবং অন্যান্যরা বলেছেন, তিন বার মাটি দেয়ার পথমবার বলবে মিনহা খলাকনাকুম আর দ্বিতীয়বার বলবে ওফিহা নুয়িদুকুম আর তৃতীবার মাটি দেয়ার সময় বাকী অংশটু টুকু বলবে। قال القاضى حسين والمتولي وآخرون يستحب أن يقول في الحثية الاولي (منها خلقناكم) وفى الثانية (وفيها نعيدكم) وفى الثالثة (منها نخرجكم تارة أخرى) আলমাজমুঈ, ৫/২৯৩। এই বিষয়ে একটি দূর্বল হাদীসও পাওয়া যায়। হাদীসটির হলো عن أبي أمامة قال : لما وضعت أم كلثوم ابنة رسول الله صلى الله عليه و سلم في القبر قال رسول الله صلى الله عليه و سلم { منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى } আবু উমামা বলেন, যখন রাসুলুল্লাহ সা. এর কন্যা উম্মে কুলসুমকে কবরে রাখা হলো তখন রাসূলুল্লাহ সা. বললেন, মিনহা খলাকনাকুম অ ফিহা নুয়িদুকুম অ মিনহা নুখরিজুকুম তারতানউখরা। মুসনাদু আহমাদ, হাদীস নং ২২২৪১। তবে ইমাম নববী রহ. বলেছেন, وان كان ضعيفة الاسناد ويعمل بها في الترغيب والترهيب وهذا منها দূর্বল হাদীস অনুযায়ী এই সব ক্ষেত্রে আমল করা যায়। আলমাজমুঈ, ৫/২৯৪। সুতরাং উক্ত দুআটি পড়া যেতে পারে। তবে এটা সুন্নাত বলা কঠিন, কারণ কোন গ্রহনযোগ্য হাদীস নেই।