আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 2007

জুমআ

প্রকাশকাল: 29 জুলাই 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, জুমাআর সলাত সম্পাদনের পর, যদি আমি মসজিদে চার রকাত সলাত আদায় করতে চাই তাহলে কি আমি এক সালামে চার রকাত সালাত আদায় করবো? না দুই রকাত সলাত পড়ে সালাম ফিরিয়ে, আবার দুই রকাত পড়ব? বিস্তারিত জানাবেন ইনশাআল্লাহ।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম।এক সালামেও পড়তে পারেন আবার দুই সালামেও পড়তে পারেন। বাধা ধরা কোন নিয়ম নেই। তবে আমার মনে হয় এক সালামে পড়াই ভাল।