আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হল–১-মসজিদের স্থায়ী ইমাম রমজান মাসে খতম পড়ানোর পর যে টাকা হাদিয়া হিসেবে নেয় সেটা কি জায়েজ হবে? অর্থাৎ খতম তারাবী পড়ে টাকা নেওয়া বা দেওয়া কি জায়েয হবে? ২-মসজিদের ইমাম যদি বাবার নাফরমানী করে বা অবাধ্য হয় তাহলে তার পিছনে কি নামাজ হবে?