আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1994

বিবিধ

প্রকাশকাল: 16 জুলাই 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমার প্রশ্ন হল–১-মসজিদের স্থায়ী ইমাম রমজান মাসে খতম পড়ানোর পর যে টাকা হাদিয়া হিসেবে নেয় সেটা কি জায়েজ হবে? অর্থাৎ খতম তারাবী পড়ে টাকা নেওয়া বা দেওয়া কি জায়েয হবে? ২-মসজিদের ইমাম যদি বাবার নাফরমানী করে বা অবাধ্য হয় তাহলে তার পিছনে কি নামাজ হবে?

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। ১। বিষয়টি নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে। অনেকেই জায়েজ বলেছেন আবার অনেকেই না জায়েজ বলেছেন। না জায়েজ হওয়ার ব্যাপারে স্পষ্ট কোন দলীল নেই। ২। নামায হবে তবে তাকে বাদ দেয়া মসজিদ কমিটির জন্য আবশ্যক।