আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1990

ব্যক্তিগত ও পারিবারিক

প্রকাশকাল: 12 জুলাই 2011

প্রশ্ন

১. গত বছর আমার বাবা মারা গেছেন, বাবার জন্য আমরা কি আমল করবো? যেন আমার বাবা বেশি বেশি সওয়াব পায়?
২. আমার বাবার নামে কি কোন Trust খুলতে পারব?

উত্তর

আপনি আপনার পিতার জন্য সর্বাবস্থায় দুআ করবেন। দ্বিতীয়ত তার জন্য দান-সদকা করবেন। আপনি তার উদ্দেশ্যে ট্রাস্ট বানাতে পারেন। তবে সেটা যেন হয় জনকল্যানমূলক এবং ইসলামবিরোধী কাজ সেখানে না হয়।