আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1989

নামায

প্রকাশকাল: 11 জুলাই 2011

প্রশ্ন

আসসালামু আলাইকুম, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি চলাফেরা করতে পারিনা। স্পাইনাল কর্ড সমস্যা। আর আমার পায়খানা কন্ট্রোল এ নেই। প্রসাবে ক্যাথেটার লাগানো আছে। এই অবস্থায় আমি কিভাবে নামাজ আদায় করব? আমি বসতে পারি কিন্ত নামাজের অবস্থায় বসতে পারিনা। তবে পায়ের রানের নিচে পা রেখে বসতে পারি। আর পায়খানা যেহেতু কন্ট্রোল এ নেই তাই একটু পর পর বায়ু বের হয়। আমার এই অবস্থায় নামাজ পরার সহজ মাসলা জানতে চাই।

উত্তর

ওয়া আলাইকুমুস সালাম। আমরা আপনার জন্য দুআ করি আল্লাহ যেন আপনাকে পূর্ণ সুস্থ করে দিন। আপনার জন্য মাসআলা হলো আপনি নামাযের পূর্বে ওযু করে নিবেন তারপর যেভাবে আপনার জন্য সুবিধা হয় সেভাবে নামায পড়বেন। রুকু সাজদা বসে দিবেন যেভাবে সম্ভব হয়। প্রয়োজনে েইশারাতে দিবেন। মোট কথা আপনার সুবিধা অনুযায়ী আপনি নামায পড়বেন।