আস-সুন্নাহ ট্রাস্ট

প্রশ্নোত্তর

ক্যাটাগরি

প্রশ্নোত্তর 1978

শিরক-বিদআত

প্রকাশকাল: 30 জুন 2011

প্রশ্ন

শিরকে আকবারের ক্ষেত্রে অজ্ঞতা বা Ignorance থাকলে সেটা কি ইরতিদাদ হিসেবে গণ্য হবে? যেমন অনেকে কবরপুজা,পীরপুজা, পীরের কাছে জান্নাত চাওয়া ইত্যাদির শিরক হবার ব্যাপারে যদি শিরককারী অজ্ঞ থাকে, তাহলে সেটা ইরতিদাদ হবে কিনা? তাদেরকে এটা যে শিরক, সে সম্পর্কে অবহিত করার পরও যদি তারা শিরকে লিপ্ত থাকে, তাহলে কি এ অবস্থাকেও অজ্ঞতা বলা যাবে? নাকি সেটা চূড়ান্ত ধর্মত্যাগ বলে গণ্য হবে?

উত্তর

না, চুড়ান্ত ধম্যতাগ তো নয়ই আদৌ ধর্মত্যাগই বলা যাবে না। তবে তারা শিরক নাম বড় গোনাহতে লিপ্ত এটা ঠিক। তাদেরকে ভালভাবে বুঝাতে হবে। বিচার আল্লাহর কাছে।